ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত স্মৃতিসৌধ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ ঘিরে ৫ দেশের রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা নিবেদনের জন্য সার্বিক নিরাপত্তাসহ বাহারি ফুলের বর্ণিল চাদরে ঢেকেছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা নিশ্চিত করেছে গণপূর্ত বিভাগ।


১৭ মার্চ (বুধবার) মালদ্বীপের রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে। পর্যায়ক্রমে ১৯ মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ads

Our Facebook Page